Help & Support

Keep yourself on the loop and stay updated.

কিভাবে সহজে ই-লার্নিং প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবেন? 🤔 

1. প্রথমে, যেকোনো ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইট https://thedracademy.com ভিজিট করুন।

2. রেজিস্টার" বা "সাইন আপ" ক্লিক করুন (ওয়েবসাইট এর উপরে ডান পাশে পেয়ে যাবেন)

3. আপনার ব্যক্তিগত তথ্য সরবরাহ করুন

4. রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনি যে ই-মেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা আমাদের টেলিগ্রামে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন যাতে আমরা দ্রুত আপনাকে কোর্সে এনরল করাতে পারি।

🙏ধন্যবাদ । যে কোনো প্রয়োজনে 017 9905 0606

কিভাবে সহজে ই-লার্নিং প্লাটফর্মে আপনার কোর্সে প্রবেশ করবেন ? 💡

1. প্রথমে, যেকোনো ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইট https://thedracademy.com ভিজিট করুন

2.  নিশ্চিত হয়ে নিন আপনি সাইন ইন আছেন কিনা। সাইন ইন করা থাকলে আপনার প্রোফাইল সহ আপনার কোর্সটি দেখতে পাবেন ।  অথবা মেনু থেকে sign in এ ক্লিক করে email & Password (ইলার্নিং এর পাসওয়ার্ড) দিয়ে সাইন ইন করুন।

 3.  এবার My Course থেকে আপনার কোর্সটিতে Continue করুন। প্রয়োজনীয় system টি সিলেক্ট করে Learning শুরু করুন।

🙏ধন্যবাদ । thedracademy.com

কিভাবে আমি ক্লাসের পাসওয়ার্ডগুলি পাবো? 🔑

👉 “My Mentor” গ্রুপের পিন 📌 করা পোস্টগুলোতে ক্লাসের পাসওয়ার্ড দেয়া থাকে।

কিভাবে আমি ক্লাসে জয়েন করতে পারবো? 👨‍🏫

👉 “Reminder” গ্রুপে আপনাকে এড করা হবে, এই গ্রুপ থেকেই আপনি আপনার ক্লাসের সময় এবং ক্লাসের (জুম) লিংক পেয়ে যাবেন।

কিভাবে আমি লেকচার নোটগুলো পাবো? 📖

👉 ই-লার্নিং প্ল্যাটফর্মে লেকচার নোট পেয়ে যাবেন, এছাড়াও My Mentor গ্রুপে পিন 📌 করা পোস্টে গুগল ড্রাইভ এর লিংক দেয়া থাকে।
Created with