E-Learning Support
🤔কিভাবে সহজে ই-লার্নিং প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবেন?
💡কিভাবে সহজে ই-লার্নিং প্লাটফর্মে আপনার কোর্সে প্রবেশ করবেন ?
🧑💻আজকে যে ক্লাসটি হলো সেটি কখন পাবো?
👉 আজকে যে ক্লাসটি হল সেই ক্লাসটি নেক্সট ওয়ার্কিং ডেস অর্থাৎ পরবর্তী দিন যদি কোন সরকারি ছুটি না থাকে, তাহলে পরবর্তী দিন দুপুর দু’টুর মধ্যে আপনারা আপনাদের ই লার্নিং প্লাটফর্মে ক্লাসটি আপলোড পেয়ে যাবেন এবং আপনাদেরকে গ্রুপে ক্লাস পাসওয়ার্ডসহ সেই নোটিফিকেশনটি দিয়ে দেওয়া হবে এবং সেই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনারা ক্লাসটি দেখতে পারবেন।
কিভাবে আমি ক্লাসের পাসওয়ার্ডগুলি পাবো ।
আমি কোর্স এ জয়েন করতে পারছি না !
👉 নিশ্চিত হয়ে নিন আপনি সাইন ইন আছেন কিনা। সাইন ইন করা থাকলে আপনার প্রোফাইল সহ আপনার কোর্সটি দেখতে পাবেন ।
অথবা মেনু থেকে sign in এ ক্লিক করে email & Password (ইলার্নিং এর পাসওয়ার্ড) দিয়ে সাইন ইন করুন। একটু স্ক্রোলিং করলেই দেখতে পারবেন Continue লেখা।
আমি পেমেন্ট করছি বা রেজিস্ট্রেশন কিন্তু এখন এক্টিভ হচ্ছে না !
👉আমাদের টেলিগ্রামে সেন্ড মেসেজ অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন, আমাদের এক্সিকিউটিভ আপনাকে উপযুক্ত সময়ে সে সাপোর্টটি প্রদান করবেন।
⌚একাডেমিক আওয়ার
👉আপনি আপনার কোর্স, এক্সাম, কোর্স মেটেরিয়ালস এবং কোর্স সাপোর্ট রিলেটেড যে কোন বিষয়ে ডক্টরস একাডেমির অফিসিয়াল একাডেমিক আওয়ার অর্থাৎ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ডিরেক্টলি ডক্টর একাডেমির টেলিগ্রাম অথবা ফোনে কল দিয়ে আপনার সাপোর্ট নিতে পারেন। এর পরবর্তীতে যদি আপনাদের কোন সাপোর্ট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের টেলিগ্রামে সেন্ড মেসেজ অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন, আমাদের এক্সিকিউটিভ আপনাকে উপযুক্ত সময়ে সে সাপোর্টটি প্রদান করবেন।