E-Learning Support

Keep yourself on the loop and stay updated.

🤔কিভাবে সহজে ই-লার্নিং প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবেন?  

1. প্রথমে, যেকোনো ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করুন 👉 https://thedracademy.com?msg=signup

2. আপনার ব্যক্তিগত তথ্য সরবরাহ করুন এবং "Complete Registration" এ ক্লিক করুন।

৩ . রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনি যে ই-মেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা আমাদের টেলিগ্রামে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন যাতে আমরা আপনার কোর্সে যথাসময়ে এনরল করাতে পারি।

🙏ধন্যবাদ । যে কোনো প্রয়োজনে 017 9905 0606

💡কিভাবে সহজে ই-লার্নিং প্লাটফর্মে আপনার কোর্সে প্রবেশ করবেন ? 

1. প্রথমে, যেকোনো ব্রাউজার দিয়ে আমাদের ওয়েবসাইট https://thedracademy.com/?msg=not-logged-in ভিজিট করুন

2.  নিশ্চিত হয়ে নিন আপনি সাইন ইন আছেন কিনা। সাইন ইন করা থাকলে আপনার প্রোফাইল সহ আপনার কোর্সটি দেখতে পাবেন ।
অথবা মেনু থেকে sign in এ ক্লিক করে email & Password (ইলার্নিং এর পাসওয়ার্ড) দিয়ে সাইন ইন করুন।

3.  এবার My Course থেকে আপনার কোর্সটিতে Continue করুন। প্রয়োজনীয় system টি সিলেক্ট করে Learning শুরু করুন।

🙏ধন্যবাদ । The DrAcademy

🧑‍💻আজকে যে ক্লাসটি হলো সেটি কখন পাবো? 

👉 আজকে যে ক্লাসটি হল সেই ক্লাসটি নেক্সট ওয়ার্কিং ডেস অর্থাৎ পরবর্তী দিন যদি কোন সরকারি ছুটি না থাকে, তাহলে পরবর্তী দিন দুপুর দু’টুর মধ্যে আপনারা আপনাদের ই লার্নিং প্লাটফর্মে ক্লাসটি আপলোড পেয়ে যাবেন এবং আপনাদেরকে গ্রুপে ক্লাস পাসওয়ার্ডসহ সেই নোটিফিকেশনটি দিয়ে দেওয়া হবে এবং সেই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনারা ক্লাসটি দেখতে পারবেন। 

 কিভাবে আমি ক্লাসের পাসওয়ার্ডগুলি পাবো 

👉 এ ভাবেই নোটিফিকেশন গ্রুপ এ একটা মেসেজ যাবে। আর পাসওয়ার্ড এর উপরে ক্লিক করলে অটো কপি হয়ে যাবে ।

 আমি কোর্স এ জয়েন করতে পারছি না  !

 👉 নিশ্চিত হয়ে নিন আপনি সাইন ইন আছেন কিনা। সাইন ইন করা থাকলে আপনার প্রোফাইল সহ আপনার কোর্সটি দেখতে পাবেন ।

অথবা মেনু থেকে sign in এ ক্লিক করে email & Password (ইলার্নিং এর পাসওয়ার্ড) দিয়ে সাইন ইন করুন। একটু স্ক্রোলিং করলেই দেখতে পারবেন Continue লেখা।

এবার My Course থেকে আপনার কোর্সটিতে Continue করুন। তার পরে আপনার কোর্স এর সব সিস্টেম চলে আসবে। যদি না আসে একটু অপেক্ষা করতে হবে পেজ লোড হলে চলে আসবে। ফোন থেকে লগিন করলে এই রকম ইন্টারফেজ দেখা যাবে। নিচের দিখে সব সিস্টেম ওয়াইজ লেকচার নোট, মেন্টর নোট লাইভ ভিডিও সব দেখতে পারবেন।

 আমি পেমেন্ট করছি বা রেজিস্ট্রেশন কিন্তু এখন এক্টিভ হচ্ছে না !

 👉আমাদের টেলিগ্রামে সেন্ড মেসেজ অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন, আমাদের এক্সিকিউটিভ আপনাকে উপযুক্ত সময়ে সে সাপোর্টটি প্রদান করবেন।

⌚একাডেমিক আওয়ার 

 👉আপনি আপনার কোর্স, এক্সাম, কোর্স মেটেরিয়ালস এবং কোর্স সাপোর্ট রিলেটেড যে কোন বিষয়ে ডক্টরস একাডেমির অফিসিয়াল একাডেমিক আওয়ার অর্থাৎ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ডিরেক্টলি ডক্টর একাডেমির টেলিগ্রাম অথবা ফোনে কল দিয়ে আপনার সাপোর্ট নিতে পারেন। এর পরবর্তীতে যদি আপনাদের কোন সাপোর্ট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি আমাদের টেলিগ্রামে সেন্ড মেসেজ অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন, আমাদের এক্সিকিউটিভ আপনাকে উপযুক্ত সময়ে সে সাপোর্টটি প্রদান করবেন।

 আমি আমার একাউন্ট এ জয়েন করতে পারছি না? 

👉 এই রকম হলে প্রথমেই আপনার একাউন্ট থেকে ফরগেট পাসওয়ার্ড অপশন এ গিয়ে আপনার পাসওয়ার্ড় ফরগেট দেন। এর পরে মেইল চেক করে আপনার পাসওয়ার্ড টি পরিবর্তন করে নেন। আপনি করতে না পারলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এ একটা স্ক্রিনশট দিয়ে রাখেন।

👨‍🏫কিভাবে আমি ক্লাসে জয়েন করতে পারবো? 

👉 নোটিফিকেশন গ্রুপ জুম লিঙ্ক দেয়া থাকে ক্লাস এর ১ দিন আগেই । ক্লাস টাইমে জুম লিঙ্ক এ কিল্ক করলে ক্লাস এ জয়েন করতে পারবেন।

📖কিভাবে আমি লেকচার ও মেন্টর নোটগুলো পাবো? 

👉 লেকচার ও মেন্টর নোটগুলো সিস্টেম ওয়াইজ দেয়া আছে ই-লার্নিং প্লাটফর্ম এ। 

📖কিভাবে আমি লেকচার ও মেন্টর ডাউনলোড করব? 

👉 স্টুডেন্টস দের জন্য ডাউনলোড এর কোন অপশন নাই শুধু মাত্র ই-লার্নিং প্লাটফর্ম থেকে দেখতে পারবে। 

 আমার মাই কোর্স এর কিছু আসতেছে না বা পিডিফ ওপেন হচ্চে না ?

👉 আপনি পেজ টা এক বার রিফ্রেশ দেন অথবা আপনার ইন্টারনেট কানেকশন চেক করেন। এর পর যদি না হয় তার পরে আমাদের টেলিগ্রাম এ একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন।

 আমি আমার কোর্স দেখতে পারছি না বা ওয়েবসাইডে লগিন এর অপশন পাচ্ছি না  ?

👉 আপনি পেজ টা এক বার রিফ্রেশ দেন অথবা আপনার ইন্টারনেট কানেকশন চেক করেন। যে ব্রাউজার এ লগিন করতে চাচ্ছেন ওই ব্রাউজার লগিন না হলে অন্য কোন ব্রাউজার এ লগিন করার চেষ্টা করেন।
Created with